আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বান্নী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই দিনে বুধবার সোনামুখী হাট বারে এই মেলা বসে।
করোনার কারণে গত দুই বছর মেলা বন্ধ থাকলেও এ বছর উৎসবমুখর পরিবেশে মেলা বসেছিল। মেলার প্রধান আকর্ষণ ছিল মিষ্টি, মাছ, কৃষি পণ্যের পিঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি, শিশুদের খেলনা ও নাগরদোলা। সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা এই মেলায় আসেন। এবারও মেলায় জমে উঠেছে। মেলায় ভোর থেকে রাত ১২টা পর্যন্ত ক্রয়-বিক্রয় চলে।
মেলা কমিটি সূত্রে জানা গেছে, এ মেলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- কৃষি পণ্যের জিনিষ কেনা-বেচা। নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র পাওয়া যায় এই মেলায়। মেলা দিনব্যাপী চলে। তবে এবার মেলায় বিনোদনমূলক কোন কিছু অনুমোদন দেয়নি প্রশাসন।
বগুড়ার ধুনট থেকে আসা মিষ্টি ব্যবসায়ী আমির হোসেন জানান, করোনার কারণে গত দুই বছর এই মেলায় আসতে পারিনি। এবার আশা করছি- ব্যবসা ভালো হবে।
মেলায় কিনতে আসা আলমপুর গ্রামের আব্দুল মজিদ জানান, প্রতি বছর এই মেলার অপেক্ষায় থাকি। কোনাকাটা করে বাড়ি ফিরবো।
সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী জানান, সোনামুখী বান্নী মেলাটি প্রায় তিনশত (৩০০) বছর ধরে চলছে। এটি অন্যতম প্রাচীন মেলা।