শিবগঞ্জে যথাযযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৬মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে থানা পুলিশের ৩১ তপধ্বনি, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয়।

পরে বিভিন্ন কর্মসুচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ মাঠে সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ বারী, আলতাফ হোসেন মন্ডল, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারন নাথ কুন্ডু,

উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছারওয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তায়বন কর্মকর্তা জিন্দার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, জন স্বাস্থ্য কর্মকর্তা জাহানারা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।