শেরপুর (বগুড়া) প্রতিনিধি : অনুসন্ধানবার্তা
বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুরে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজ প্রাঙ্গনে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো: মজিবর রহমান মজনু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
শেরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, এ্যাড-জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।
এদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে পাঁচজন প্রার্থীর মধ্যে সমঝোতার ভিত্তিতে বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড. গোলাম ফারুক শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন।
তবে সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববির মধ্যে সমঝোতা না হওয়ায় ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১২টি ইউনিটের ৪২৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (দেওয়াল ঘড়ি প্রতিকে) সাধারণ সম্পাদক পদে ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রতিদ্বন্দ্বি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি (মাছ প্রতিক) পেয়েছেন ৫৭ ভোট।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।