নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা : ধুনট
দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ও দূর্ণীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ধুনট হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে ওই কর্মসূচি পালিত হয়।
ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনছুর পাশার সঞ্চালনায় কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাতেমুজ্জামান তালুকদার, বিএনপি নেতা খালেক মন্ডল, আপেল মাহমুদ, মাহবুুব হোসেন চঞ্চল, আবুল মনছুর পাশা, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, প্রভাষক নূরুন্নবী রুবেল, আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান উজ্বল, যুগ্ন আহবায়ক আব্দুল হালিম, পৌর যুবদলের আহবায়ক আবু তালহা শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলফিজুর রহমান স্বপন, যুগ্ন আহবায়ক মিনহা উদ্দিন মিঠু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আরাফাত রহমান জনি, উপজেলা শ্রমিকদলের আহবায়ক বনি আমিন, যুগ্ন আহবায়ক শাহাদত হোসেন, উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান, রাকিব, আলম, জুয়েল, রকি, নোমান, সম্রাট, রাসেল প্রমূখ।
ভিডিও সংবাদ দেখতে ক্লিক করুন-