সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১ এপ্রিল বগুড়া জেলা সংগঠনের দলীয় কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ জেলা সাধারন সম্পাদক শামছুদ্দিন শেখ হেলাল ও সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন।
সভায় সর্বসম্মিতক্রমে আব্দুল জলিল শেখকে সভাপতি, মাছুদুর রহমান মাছুদকে সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক ও মজনু মিয়াকে যুগ্ম সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ শিবগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।