নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট:
বগুড়া জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সহ ৬ পুলিশ কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জন করেছেন। বৃহস্পতিবার বগুড়া জেলা পুলিশের মাসিক আইন ও অপরাধ সভায় ধুনট থানার ওই পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম-সেবা)।
কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ২য়, মাদক উদ্ধার ও শীর্ষ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতারে ৩য় এবং সর্ব্বোচ্চ নাগরিক তথ্য এন্ট্রি করায় ১ম স্থান অধিকার করেন।
এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) রাজ্জাকুল ইসলাম ২য়, বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন, ধুনট উপজেলার আলোচিত মিথিলা হত্যাকান্ডের রহস্য উদঘাটনে এসআই অমিত বিশ্বাস, শ্রেষ্ট বিট অফিসার হিসেবে ভান্ডারবাড়ি ইউনিয়নের বিট অফিসার ধুনট থানার এএসআই আজিজার রহমান, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে এএসআই রতন কুমার পুরস্কৃত হয়েছেন।