নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট :
জান্নাতি খাতুন অপরের বাড়িতে কাজ করে। আর স্বামী মোফাজ্জল হোসেন দিন মজুরি কাজ করে। তাদের নিজস্ব কোন জমিজমা নেই। বগুড়ার ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের অপরের জমিতে ছোট একটি কুড়ে ঘরেই ছিল এক সন্তানকে নিয়ে তাদের বসবাস। স্থানীদের সহায়তা এবং অপরের বাড়িতে কাজ করেই চলে তাদের জীবন জীবিকা।
এমন সময় জান্নাতি-মোফাজ্জল দম্পত্তির পাশে দাড়িয়েছে বাংলাদেশ পুলিশ। এই ভূমিহীন দম্পত্তির জন্য দুই শতক জমি ক্রয় করে দৃষ্টিনন্দন পাকা বাড়ি নির্মান করে দেওয়া হয়েছে। তবে শুধু ধুনটের ভূমিহীন জান্নাতি-মোফাজ্জল দম্পত্তিকেই নয়, তাদের মতো দেশের প্রতিটি থানা এলাকায় একটি করে ভূমিহীন পরিবারকে জমিসহ পাকা বাড়ি নির্মান করে দিয়েছে বাংলাদেশ পুলিশ।
রবিবার (১০ এপ্রিল) একযোগে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ধুনট উপজেলার বেলকুচি গ্রামে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন জান্নাতি ও মোফাজ্জল দম্পত্তির কাছে জমির দলিল সহ গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
এসময় নতুন বাসগৃহ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জান্নাতি। তিনি বলেন, কখনো স্বপ্নেও ভাবতে পারিনি পাকা বাড়িতে ঘুমাতে পারবো। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গৃহ হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলাম, ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই মতিউর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, জমিদাতা তৌহিদুজ্জামান লিটলারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভিডিও প্রতিবেদন-