সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে বগুড়া-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ প্রধান অতিথি হিসেবে এই রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে গোবিন্দপুর গ্রামে ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানার সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পাটির সভাপতি মোস্তাফিজার বাদশা, সাধারণ সম্পাদক এরফার আলী, জেলা জাতীয় পাটির সদস্য সচিব হুসাইন শরিফ সঞ্চয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ইউনিয়ন জাতীয় পাটির সদস্য সচিব হারুনুর রশিদ বকুল, সভাপতি আনোয়ার হোসেন বাবু, গোবিন্দপুর মাদ্রাসার সুপার আব্দুল বাছেদ,সহকারী সুপার ছালাম, জাতীয় পাটি নেতা মুক্তার হোসেন, খোরশেদ আলম, আওয়ামী লীল নেতা ছামছুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি সংসারদিঘী থেকে আন্দুয়ার মাঠ পর্যন্ত ৫০০ মিটার রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন।