ধুনটে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেলো আরো ১০০ ভূমিহীন পরিবার
বগুড়ার ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ১০০ ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির দলিল হস্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট:
বগুড়ার ধুনট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বাড়ি পেয়েছে আরো ১০০ ভূমিহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় জমি ও বাড়ির মালিকা দলিল হস্তান্তরের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান এমএম তারেক হেলাল প্রমূখ।


উল্লেখ্য, ৩য় পর্যায়ের ১ম খন্ডে ধুনট উপজেলার চুনিয়াপাড়া এলাকায় ৪৩টি, নাটাবাড়ি এলাকায় ১৬টি, ধুনট সদরে ৩৩টি, নিমগাছী বড়ইতলী এলাকায় ৮টি পাকা বাড়ি সহ দলিল হস্তান্তর করা হলো।

ভিডিও সংবাদ-