বগুড়ার শিবগঞ্জে বৃষ্টির কারনে ঈদগাহ মাঠ ফাঁকা

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ ২ বছর পর ঈদগাহ মাঠে গিয়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করার প্রস্তুতি নিলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। ফলে মসজিদে মসজিদে ঈদের নামজ আদায় করেছে মুসল্লিরা। তবে বৃষ্টি উপেক্ষা করেও কিছু এলাকায় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেছে মুসল্লিরা।

করোনা মহামারি কাটিয়ে এবার ঈদ-উল-ফিতরে শিবগঞ্জ উপজেলার প্রায় ১৬২টি ঈদগাহ মাঠ ঈদের নামাজের জন্য প্রস্তুত করা হয়েছিল। নেওয়া হয়েছিল নিরাপদ ব্যবস্থাও। কিন্তু ঈদের দিনে সকালে প্রায় ৩ ঘন্টার বৃষ্টিতে সব আয়োজন ভেস্তে যায়।

এবার শিবগঞ্জ উপজেলার সব চেয়ে বড় জামাত হওয়ার কথা ছিলো কিচক ইউনিয়নের বেলতলী ঈদগাহ মাঠে। ২য় বৃহৎ জামায়াত হওয়ার কথা ছিলো বিহার ইউনিয়নের আন্দুয়া ঈদগাহ মাঠে।

শিবগঞ্জ উপজেলার আলীগ্রামের প্রবীণ মুরব্বি আলহাজ্ব আতাহার আলী বলেন, বৃষ্টির কারণে মসজিদে নামাজ আদায় করতে হয়েছে।

শিবগঞ্জ কেন্দ্রীয় বরকতিয়া মসজিদ ঈদগাহ মাঠের পেশ ঈমাম মাওঃ আলমগীর হোসেন বলেন, বৃষ্টি আল্লাহর নেয়ামত। আল্লাহ হয়তো বৃষ্টির মাধ্যমে কল্যাণ দান করবেন।
তবে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার দামুয়া ঈদগাহ, শিবগঞ্জ হাট সংলগ্ন ঈদ গাহ মাঠ, নাটমরিচাই ঈদ গাহ মাঠ ও বুড়গঞ্জের একটি ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেছে স্থানীয় মুসল্লিরা।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, নির্বিঘ্নে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হলেও বৃষ্টির কারণে নামজ আদায়ে বিঘ্ন ঘটেছে।