নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সোহান (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার (০৭ মে) রাত ৭টার দিকে বগুড়া সদর উপজেলার হরিপুর বাজার মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত সোহান গোকুল ইউনিয়নের সরলপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশুনা করতো।
এই দুর্ঘটনায় সিএনজি চালকসহ আরও ৩ জন আহত হয়েছেন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনায় ট্রাক চালক জয়নাল (৩২) কে আটক করেছে পুলিশ। আটক জয়নাল বগুড়ার শিবগঞ্জের পালিকান্দা মন্ডলপাড়া এলাকার লাল্টু শাহের ছেলে।
বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন জানান, সন্ধ্যায় সোহানসহ আরও তিনযাত্রী সিএনজি যোগে শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হরিপুর বাজার মোড়ে চাঁদমুহাগামী একটি ট্রাকের সাথে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সোহান নিহত হয়। এছাড়া সিএনজি চালক এবং যাত্রী সোমা ও তার শিশুসন্তান আহত হন। তাদের চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া চালককে আটক ও ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, দুর্ঘটনায় ট্রাক চালক জয়নালকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।