ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমানের বেয়াই রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর সুস্থতা কামনায় ধুনটে আওয়ামীলীগের দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়ামে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহানের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, আ’লীগ নেতা আলেফ বাদশা, শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল হক লিটন, শামীম মন্ডল, গোলাম মর্তুজার, উপজেলা যুবলীগ নেতা আলিম আল রাজি বুলেট, সাইদুল ইসলাম, আতিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।