শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: অনুসন্ধানবার্তা:
শুরু ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ দিয়ে, আর শেষ করলেন, না জানি কহি ক্যাসি হে এ জিন্দেগানি’ দিয়ে। আর গানে গানেই গায়বান্ধায় মঞ্চ মাতালেন নগরবাউল জেমস।
তার পড়নে কালো টি-শার্ট ও জিনসের প্যান্ট, কাঁধে গিটার ঝুলিয়ে তারুণ্যের প্রতীক হয়ে নগর বাউল জেমস মঞ্চে উঠলেন রবিবার (৮ মে) রাত ১১টায়। দর্শক গ্যালারি মুখর হয়ে উঠল ‘লাভ ইউ গুরু’ এবং ‘জয় গুরু’ ধ্বনিতে।
গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেমস যখন গান শুরু করলেন নেমে এল পিনপতন নীরবতা। বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার জন্য শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের লক্ষ্য নিয়ে রবিবার রাতে ‘কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার-২০২২’ শিরোনামের কনসার্টের আয়োজন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ)।
জেমস শুরু করলেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। এর পরে গেয়ে চলেন ‘লেইস্ ফিতা লেইস্’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ ‘সুলতানা বিবিয়ানা’, ‘আই লাভ ইউ’ প্রভৃতি। এসময় ‘গুরুর’ সঙ্গে গেয়ে ও নিজের মতো নেচে তরুণ-তরুণীরা আনন্দ প্রকাশ করেছেন। সব মিলিয়ে ১২টি গান গেয়ে গাইবান্ধা মাতিয়ে গেলেন জেমস।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) সহ-সভাপতি সিয়াম চৌধুরী জানান, ‘শিক্ষার্থীদের কল্যাণে মানবিক ও সামাজিক কাজ পরিচালনা করে আসছে পুসাগ। ‘পুসাগ’ পরিবারের শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের উদ্দ্যেশ্যে আমরা লাইভ কনসাটটি করার উদ্যোগ নিয়েছি। অনুষ্ঠানের মাধ্যমে যে অর্থ আয় হবে তার পুরো অর্থই বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে। গ্যালারির টিকিটের দাম ধরা হয় ২০০ টাকা, মাঠে স্ট্যান্ডিং টিকিট ৩০০ টাকা এবং মাঠে চেয়ার টিকিটের মূল্য ৫০০ টাকা।
‘পুসাগ’ সভাপতি হুসাইন মোহাম্মদ জীম জানান, গাইবান্ধা জেলার এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে ২০২০ সালের ৮ আগস্ট দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ)। প্রতিষ্ঠার পর থেকেই মানবতার কল্যাণে ও মানসিক বিকাশে ১৯২টি কর্মসূচী সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি।