নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া জেলা সদরের মাটিডালী-লিচুতলাগামী বাইপাস সড়কের সিএনজি স্ট্যান্ড থেকে তাদেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ফুলমতি গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে আশরাফুল হক (৩০), লালনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন সেবকদাস নিথক গ্রামের নারায়ন চন্দ্র রায়ের ছেলে আশিষ কুমার ওরফে রিপন (৩১), বগুড়া জেলা সদরের সাবগ্রাম উত্তরপাড়া এলাকার সিরাজ মন্ডলের মানিক মন্ডল (৪৩) ও বগুড়া জেলার সোনাতলা থানাধীন নুরারপটল গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মালেক (৩২)।
বগুড়া ডিবির ইনচার্জ মো: সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের মধ্যে আশরাফুলের বিরুদ্ধে ১টি, আশিষ কুমারের বিরুদ্ধে ২টি, মানিক মন্ডলের বিরুদ্ধে ২টি ও মালেকের বিরুদ্ধে আরো ১টি মামলা রয়েছে।