অনুসন্ধানবার্তা ডেস্ক :
রাজধানী ঢাকার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মে) সকাল ১১টার দিকে ঢাকার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজর শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। সূত্র: যায়যায়দিন
ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ টি এম মইনুল হোসেন জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। তবে কী কারণে ঝামেলা হয়েছে তা এখনও জানা যায়নি।’
এব্যাপারে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিতোষ চন্দ্র জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষকদের সহায়তায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে।