নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: বগুড়া
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বগুড়ার নব নির্বাচিত জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন। রোববার (১৫ মে) বিকেল ৫টার দিকে তিনি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা পরিষদের প্রধান সহকারী মো: শফিকুল ইমলাম বাদশা, সহকারী মো: নজরুল ইসলাম ও গাবতলী উপজেলা আওয়ামী লীগ নেতা সাহানুর ইসলাম সাকিল।
এ ছাড়াও টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার ও বাড়ির দায়িত্বপ্রাপ্ত মো. আতিয়ার রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল পুনরায় প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন ডা. মকবুল হোসেন। এর আগেও ডা. মকবুল হোসেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি তৃতীয় বারের মতো দায়িত্ব পেলেন। এ ছাড়াও তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।