মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
চট্টগ্রামে ভাড়া না নিয়েই যাত্রীর ব্যাগ নিয়ে উধাও হয়ে যাওয়ায় সেই সিএনজি চালককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার ও নগদ টাকা।
জানা যায়, ডাটাবেজের সহায়তায় সিএনজি’র ড্রাইভার মতিন মিয়া সোমবার (১৬ মে) দুপুরে চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনের সামনে থেকে চোরাইকাজে ব্যবহৃত সিএনজিসহ তাকে আটক করা হয়। আটককৃত সিএনজি চালক মতিন মিয়া বায়েজিদ থানাধীন একটি ভাড়া বাসায় থাকতেন।
গত রবিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিএনজি যোগে স্ত্রী সন্তান নিয়ে বাসায় ফেরেন অনুপ সেন। কিন্তু তাদেরকে বাসার সামনে নামিয়ে দিয়েই সিএনজি ড্রাইভার ভাড়া না নিয়ে সিএনজিতে রাখা ব্যাগসহ পালিয়ে যায়। পরবর্তীতে এব্যাপারে ওই যাত্রী চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজি গাড়ীর রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করেন। পরবর্তীতে “আমার গাড়ী নিরাপদ’’ ডাটাবেজের সহায়তায় সিএনজি’র ড্রাইভার মতিন মিয়াকে সোমবার (১৬ মে) নতুন রেলওয়ে স্টেশনের সামনে হতে চোরাইকাজে ব্যবহৃত সিএনজিসহ তাকে আটক করেন।
পরে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ি সিএনজি চালকের ভাড়া বাসা থেকে চুরি হওয়া নগদ ১০ হাজার টাকা, ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও কাপড় ভর্তি ব্যাগ উদ্ধার করে পুলিশ।