বগুড়ার শিবগঞ্জে চোরাই পণ্যসহ ৩ জন আটক

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে দোকান চুরির মালামালসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মে) উপজেলার অর্জুনপুর ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরাহলেন, শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুর এলাকার ফরহাদ ইসলাম হৃদয় (২২), ইসলাম আকন্দ (৩০) ও শামীম প্রামানিক (২৮)।

জানাযায়, উপজেলার চিকাদহ এলাকায় গৌর চন্দ্র মোহন্তের লোহা লস্করের দোকানের টিন কেটে গত ৩০ এপ্রিল রাতে চুরি হয়। এ ঘটনায় ৬৫ হাজার টাকার মালামালের বিবরণসহ থানায় মামলা করেন গৌর চন্দ্র। পরে গোপনে অনুসন্ধান কওে পুলিশ আটককৃতদের জড়িত থাকার প্রমাণ পেলে তাদের আটক করা হয়।

এ সময় তাদের দেয়া তথ্য মতে, ফরহাদ ইসলামের বাড়ি থেকে ৬টি কুড়াল, ৫টি কোদাল, ৩টি রুটি ভাজার তাওয়া, ২টি কোরখস্তি, ১টি স্টিলের কড়াই ও চুরির কাজে ব্যবহৃত টিন কাটার কাঁচি উদ্ধার করা হয়।

এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস পিপিএম বলেন, আটকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। আটকের পর ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।