অনুসন্ধানবার্তা ডেস্ক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসামীর ধরতে গিয়ে পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন করা সেই আসামি কবির আহমেদকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লোহাগাড়া উপজেলার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কবির আহমদেকে আটক করা হয়। এসময় তার এক সহযোগিকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন।
জানাযায়, গত রোববার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল এলাকায় আসামি কবিরকে ধরতে গেলে তাঁর দায়ের কোপে পুলিশ সদস্য মো: জনি খানের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
এঘটনায় ওই দিন রাতেই লোহাগাড়া থানার এএসআই মজিবুর রহমান বাদী কবির আহমদ, তার স্ত্রী রুবি আকতার ও মা মোস্তফা বেগমকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে কবিরের স্ত্রী রুবিকে আটক করে।