নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধুনট পৌরসভার বিপক্ষে ৪-১ গোলে জয়ী হয়েছে এলাঙ্গী ইউনিয়ন ফুটবল একাদশ।
বুধবার (২৫ মে) বিকেলে ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তবে ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে এলাঙ্গী ইউনিয়ন ফুটবল একাদশ (৪-১) গোলে ধুনট পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত সহ অতিথিবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, আ’লীগ নেতা গোলাম সোবহান, শরিফুল ইসলাম খান, মাইদুল ইসলাম রনি প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন সাবেক ফুটবলার ধুনট পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান।