নিজস্ব প্রতিবেদক: অনুসন্ধানবার্তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় বগুড়ার গাবতলী উপজেলার বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিকে দ্রুত দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সোমবার (৩০ মে) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সহ-সভাপতি রেজাউল করিম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, এলাঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান আ’রীগ নেতা এমএ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাবতলী উপজেলা বিএনপির সন্মেলনে বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। ইতিমধ্যেই বিএনপি নেত্রী রনির বিরুদ্ধে গাবতলী থানায় মামলাও দায়ের হয়েছে। রনির এই বক্তব্যেকে কেন্দ্র করে বগুড়ার বিভিন্ন উপজেলাতেও চলছে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।