ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে বিএনপির স্মরণ সভায় হামলা চালিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। হামলায় এরশাদ নামে এক যুবদল নেতা আহত হয়েছে। সোমবার (৩০ মে) সকাল ১১টার দিকে ধুনট বাজারের টিনপট্টি এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। হামলা চালানোর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণ সভার ব্যানারে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।
স্থানীয়সূত্রে জানাযায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ধুনট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা স্মরণ সভার আয়োজন করেন। সোমবার সকাল ১১টার দিকে নেতাকর্মীরা ধুনট বাজারের টিনপট্টি এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের নিচ তলায় জড়ো হতে থাকে।
এসময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা লাঠিশোডা হাতে নিয়ে বিএনপির অফিসে হামলা চালিয়ে কয়েকটি চেয়ার ভাংচুর করে। সেই সময় যুবলীগের নেতাকর্মীরা রুদ্রবাড়িয়া গ্রামের এরশাদ আলী মন্ডল নামে এক যুবদল নেতাকে পিটিয়ে আহত করে। পরে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে যুবলীগের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণ সভার ব্যানার রাস্তার উপরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
এব্যাপারে ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল খালেক মন্ডল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ধুনট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা স্মরণ সভার আয়োজন করা হয়। কিন্তু যুবলীগের নেতাকর্র্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে স্মরণ সভা পন্ড করে দেয়। হামলায় এক যুবদল নেতা আহত হয়েছে বলে জানান তিনি।
তবে এব্যাপারে ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল। তাই যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করেছে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বিএনপির অফিসে হামলার কোন ঘটনা ঘটেছে কিনা তা জানা নেই।