প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয়ায় শিবগঞ্জে প্রতিবাদ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সম্প্রতি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি’র সম্মেলনে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য রাখায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে রনি’র কুশ পুত্তলিকা দাহ করা হয়। কুটুক্তিমূলক বক্তব্য রাখায় অবিলম্বে তথা কথিত বিএনপি নেত্রী রনিকে গ্রেফতারের দাবী জানান।

শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুন্মসাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর খ ম শামিম, যুবলীগ নেতা ও ইউ,পি চেয়ারম্যান শহিদ উদ্দিন শহিদ, তাজুল ইসলাম, ফারুক আহম্মেদ,শাহাবুদ্দিন শিবলি, হারুনুর রশিদ, মামুন পাটয়ারী, পৌর যুবলীগ নেতা আজিজুল হক মিলন, তাহেরুল ইসলাম, মারুফ মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাকগণ বক্তব্য রাখেন।