নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ার ধুনটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে স্থানীয় এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সড়কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসার আলী, এলাঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল, চিকাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলেফ বাদশা, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি মিন্টু, শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
এছাড়াও প্রতিবাদে সমাবেশে ১০টি ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।