নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে। রবিবার (৫ জুন) ধুনট উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে রোলা শাহ (৩৮), বিলচাপড়ী গ্রামের মোজাফফর রহমানের ছেলে মোমিন (৩৫), মৃত কানাই হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার, ধুনট সদরপাড়া এলাকার বাদশার ছেলে রাজ (২৪) ও গাজিপুরের টঙ্গি থানাধীন এরশাদনগর এলাকার রফিকের ছেলে ফারুক (৩৫)।
ধুনট থানার এসআই নিয়ামতউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রোলা শাহ, মোমিন ও দুলালকে গাঁজা সেবনরত অবস্থায় বিলচাপড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্য আসামী রাজকে ওয়ারেন্টমুলে এবং ফারুককে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।