নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
রাজধানীর একটি এলাকা থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে ওই সাংবাদিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত সাংবাদিক আব্দুল বারির গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরে। সে রাজধানীর মহাখালীতে ব্যাচেলর হিসেবে থাকত।
রাজধানীর গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ওই সাংবাদিককে খুন করা হয়েছে। সিআইডি’র ক্রাইম সিন ইউনিট এই হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ শেষে ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা কররা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।