নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে জেজেডি ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ধুনট মডেল প্রেসক্লাবে কেক কর্তন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
দৈনিক যায়যায়দিনের ধুনট প্রতিনিধি ও ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসার আলী, আ’লীগ নেতা সিরাজুল হক লিটন, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রাহমান, উপজেলা স্বেচ্ছাসেবকরীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল,
ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউল হক, সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক ফজলে রাব্বি শুভ, দপ্তর সম্পাদক শাওন ইসলাম সুমন, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন সরকার, প্রভাষক মোকছেদুল ফারুক, জুয়েল রানা, অনুসন্ধানবার্তার সহকারী সম্পাদক ফিজু আকতার, গোবিন্দ রায়, সৌরভ হাসান, তানিম হাসান প্রমূখ।