আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
কাজিপুরে প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই জুন) উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামে অবস্থিত প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম এর নামে প্রতিষ্ঠিত মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক ও সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম সহ সকল শিক্ষকবৃন্দ।