নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় স্থান পরিবর্তন করে সমাবেশ করেছে বিএনপি। ক্ষমতাসীনদলের নেতাকর্মীদের ভয়ে সোমবার সকাল ৮টায় ধুনট বাজারের বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপি কর্মসূচি ঘোষণা দিলেও তা হামলার কারনে ভন্ডুল হয়ে যায়। পরে স্থান পরিবর্তন করে প্রায় ২ কিলোমিটার দূরে হুকমআলী বাসষ্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন তারা।
জানাগেছে, সারাদেশে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৮টার দিকে ধুনট উপজেলা বিএনপি এক সমাবেশের ডাক দেয়। সকাল ৭টা থেকে নেতাকর্মীরা পূর্ব নির্ধারিত স্থান ধুনট বাসস্ট্যান্ড এলাকা জড়ে হতে থাকে।
এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতা গামা ও ছাত্রলীগ নেতা বিপুলের নেতৃত্বে ১০/১২ জন যুবক বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। এতে ধুনট উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিনহাজ¦ উদ্দিন মিঠু, বিএনপি নেতা শাহীন ও রফিকুল সহ ৫জন গুরুতর আহত হয়।
পরবর্র্তীতে ধুনট সদর ইউনিয়নের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি নেতা নাইন উদ্দিন তাহা, ধুনট উপজেলা বিএনপি নেতা আবুল মনছুর পাশা, মাহবুব হোসেন চঞ্চল, আপেল মাহমুদ, আমিনুল ইসলাম, প্রভাষক নূরুন্নবী রুবেল, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ¦ল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিগ্যান প্রমূখ।