নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়া ওয়াইএসসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের মনিটরিং এন্ড ইভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরা, সহকারি প্রধান শিক্ষক পারভীন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম নিটুসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে প্রবেশ পত্র তুলে দেয়া হয়। এরপর বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক আবু হাসান সিদ্দিকী।