নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, সিরাজুল হক লিটন, মাইদুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সেলিম রেজা রিমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।