অনুসন্ধানবার্তা, ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা দেখে যান, পদ্মা সেতু হয়েছে কি না। বিএনপিসহ যারা এই সেতু নির্মানে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল তাদের উদ্দ্যেশেই এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরো বলেন, যারা পদ্মা সেতু নির্মাণে যারা বাধা হয়ে দাঁড়িয়ে ছিল, তাদের উপযুক্ত জবাব দিয়েছে বাংলাদেশ। তবে পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র ও কটাক্ষ করেছে তাদেরকেও এই সেতু পাড়ি দেয়ার আহবান জানিয়েছেন তিনি।
শনিবার (২৫জুন) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভার ভাষণে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী দিনে খেয়ালী পদ্মার আকাশও এই রোদ, এই বৃষ্টির খেলায় মেতে উঠেছিলো। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সভামঞ্চের অনুষ্ঠানমালা সঞ্চালনার দায়িত্ব পালন করেন।