নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১জুলাই) বিকাল ৫টায় নিমগাছি ইউনিয়নের সোনাহাটা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
নিমগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম কোয়েলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক কাওছার হামিদ রুবেল, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সহ-সভাপতি আল রাজী বুলেট, নাজমুল হক, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক সুজাউদৌলা রিপন, আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রানী সাহা, নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া প্রমূখ।
এছাড়া কর্মীসভায় ১০টি ইউনিয়নের প্রায় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।