নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: ধুনট
বগুড়ার ধুনটে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর ধুনট জিরোপয়েন্ট এলাকার পাবেল প্লাজায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা জাতীয় পার্টির সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দিন সবুজ, চিকাশী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু হানিফ, চৌকিবাড়ী ইউনিয়নের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস শরীফ, সহ-সভাপতি শাহ জামাল প্রমূখ।
দোয়া পরিচালনা করেন ধুনট উপজেলা পরিষদ মসজিদের মোয়াজ্জেম আব্দুল লতিফ।