শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
শিবগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে থানা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী সদস্য সদস্য মোবাশ্বার হোসেন স্বরাজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর খ.ম শামীম, যুবলীগ নেতা হারুনুর রশিদ, আইয়ুব মন্ডল, রবিউল ইসলাম, পিন্টু, আজিজুল হক মিলন, খন্দকার আল এমরান, ইমরান নাজির, ছাত্রলীগ নেতা সানি, আজিজুল হক প্রমূখ। দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ বেলাল হোসেন।