নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: বগুড়া
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি বলেছেন, আমরা আজকে বাংলাদেশকে নিয়ে গর্ব করি। বাংলাদেশ বিনির্মানে সহযোগিতা করেছেন সর্বস্তরের দেশবাসী।
তিনি বলেন, সবার জন্য একটা আশ্রয় কিম্বা গৃহ থাকবে। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত কারাই আমাদের মূলনীতি। এটাই ছিল বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের বিষয় তুলে ধরে বলেন, আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি শুধু আমাদের প্রিয় নেত্রী নয়, সারাবিশ্বের এক অবিসংবাদিত নেতা।
বগুড়ায় হোটেল মমইন-এ টিএমএসএস কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম সভাপতির বক্তব্যে বগুড়ার উন্নয়নে প্রস্তাবনা তুলে ধরে বলেন, এলাকার মানুষের গণদাবি বগুড়ায় বিমান বন্দর চালু করুন, বগুড়া শহরের মাঝখান দিয়ে রেল লাইন থাকায় সার্বিক উন্নয়ন ব্যহত হচ্ছে, তাই রেললাইন শহরের বাহির দিয়ে সিরাজগঞ্জের সাথে সংযুক্তির আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী টিএমএসএস সুধী সমাবেশে বক্তব্য শেষে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন করেন। এছাড়াও তিনি টিএমএসএস পরিচালিত রিলিজিয়াস কমপ্লেক্স ও পুন্ড্র বিশ্ববিদ্যায় ক্যাম্পাস, মমইন বিনোদন জগৎ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ও বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার।
এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসলের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, জেলা প্রশাসক জিয়াউল হক, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।