শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সারা দেশে অসহনীয় লোড শেডিং, জ্বালানী খাতে অব্যবস্থাপনার অভিযোগ এনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়া শিবগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল। মঙ্গলবার বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুনিউর রহমান মুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, আল রাহী, মীর সাইদ, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আল আমিন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হাসান, ছাত্রদল নেতা বিপ্লব প্রাং, আতিক হাসান, সৌরভ, মিশু, বায়জিদ, বোরহান, সিহাব, রনি, রেজু, রাব্বী প্রমুখ।