বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: বগুড়া
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ৪ কেজি গাঁজা সহ জান্নাত বেগম (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০৩আগষ্ট) সকাল ৮টার দিকে বগুড়া সদর থানাধীন সিলিমপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর “মহাখালী হইতে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহন যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জান্নাত বেগম (৩৬) কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন ডুমুরিয়া গ্রামের মাহাবুল হাসানের মেয়ে।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম (বিপিএম-সেবা) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহনযোগে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

বুধবার গোপন গোপন সংবাদের ভিত্তিতে ৪ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতারের পর বগুড়া সদর থানায় মামলা দায়ের মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।