ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তারে আবারো পুরস্কৃত হয়েছে ধুনট থানা। বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল ১০ দিকে বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ সভায় ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালার হাতে পুরস্কার তুলে দেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম-বার)।
এছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারে ধুনট থানার এসআই আব্দুল আজিজকেও পুরস্কৃত করা হয়।
বগুড়া জেলা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।