ধুনট (বগুড়া) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ই আগস্টে নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা এবং বগুড়া জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের সুস্থতা কামনায় করে বগুড়ার ধুনটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) বিকেলে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ধুনট উপজেলা শ্রমিকলীগের আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি।
ধুনট উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর জমিদার শাহজাহান, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, ধুনট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, শ্রমিকলীগ নেতা শাহ আলম জীবন, নজরুল শেখ, রিপন, আহসান হাবিব সবুজ, জাহিদ হাসান প্রমূখ।