আবু তৈয়ব সুজয়, কাজিপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জ:
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালে ১৭ই আগষ্ট সারাদেশে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
বুধবার (১৭ই আগষ্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাওন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ প্রমূখ ।