শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার চারতলা নতুন ভবনের বেজ ঢালাইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮আগস্ট) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা চত্বরে নির্মাণ কাজের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, উপজেলা প্রকৌশলী মোঃ সিহাদুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল করিম, উপ-সহকারী প্রকৌশলী আনছার হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান স্বত্বাধিকারী রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কার্য সহকারী আঃ হান্নান,মোঃ মামুন মিয়া, মোঃ বেলাল হোসেন প্রমূখ।