ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে ধীরে ধীরে রাজনৈতিক মাঠ গরম হয়ে উঠছে। ক্ষমতাসীন দলের রাজনৈতিক শীর্ষ পদ পেতে মড়িয়া হয়ে উঠছে নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে সমর্থকদের প্রচারনা।
জানাগেছে, গত কয়েক মাস আগেই বগুড়া জেলা আওয়ামীলীগের ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় আওয়ামীলীগের সম্মেলন হলেও শুধুমাত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সম্মেলনই স্থগিত ছিল। রাজনৈতিক পক্ষ-পাতিত্ব এবং গ্রুপিং এর কারনে ৩ বছরের কমিটি এখন ৯ বছর অতিক্রম করতে যাচ্ছে।
এদিকে দীর্ঘ ৯ বছর বছর ধুনট উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বইছে নেতাকর্মীদের মাঝে। আর নেতাকর্মীরাও সম্মেলনের উৎসবে মজে গিয়ে ফেসবুকের মাঠও গরম করে তুলেছেন। একের পর এক কর্মী-সমর্থকরা তাদেরকে ফেসবুক পেইজে তাদের কাঙ্খিত নেতার ছবিসহ প্রচারনা চালাচ্ছেন।
তবে এই সম্মেলনে সভাপতি পদে যারা প্রার্থী হতে পারেন তারা হলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সহ-সভাপতি এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার।
এছাড়া সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হতে পারেন তাদের মধ্যে রয়েছেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান।
ধুনট উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, বগুড়া জেলায় ১১টি উপজেলায় সম্মেলন হলেও শুধুমাত্র ধুনট উপজেলা বাদ পড়ে ছিল। তাই আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হবে।
এব্যাপারে ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী এবং বর্তমান ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি বলেন, দীর্ঘদিন পর আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে।
এব্যাপারে ধুনট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম বলেন, সম্মেলন সুষ্ঠভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা রয়েছে। তাই প্রার্থীরা কাউন্সিলরদের দ্বারে-দ্বারে ছুটছেন।