নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম আবির্ভাব তিথী ও জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৯আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমূখ।