নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে বগুড়া শহরের সাতমাথা পার্ক রোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদনগর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন (৩৫) ও কামারগাড়ী এলাকার মাসুম শেখের ছেলে রিফাত শেখ (২৫)।
বগুড়া ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের সাতমাথা পার্ক রোড় থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।