নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের (২২আগস্ট) ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা, গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে রিপন মিয়া (৪০) ও রঘুনাথপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে শাহাদাত হোসেন (৪৮)।
এব্যাপারে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভান্ডারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেলের বসতবাড়ির সামনের একটি গাছের বাগানে কয়েক ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি করছে।
এমন সংবাদের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরে পর সোমবার বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।