নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে হেরোইনসহ বকুল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বকুল মিয়া নলডাঙ্গা গ্রামের মৃত ইসমত আলী আকন্দের ছেলে।
থানাসূত্রে জানাযায়, সোমবার রাত ১২টার দিকে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের কালী মন্দিরের বটতলা পাকা রাস্তায় ঘন্ট্যাব্যাপি মাদক বিরোধী অভিযযান পরিচালনা করে ধুনট থানা পুলিশ। এসময় দুই গ্রাম হেরোইনসহ বকুল মিয়াকে আটক করা হয়।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, হেরোইনসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।