নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ৩ জনকে ছুরিকাঘাতে আহত করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৪ আগস্ট) বিকালে ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলো- বেড়েরবাড়ি গ্রামের কেরানীপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ (৫০), আফজাল হোসেন (৬০) ও তার তার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)।
[quads id=5]
স্থানীয়সূত্রে জানাযায়, ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের কেরানীপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদের সঙ্গে প্রতিবেশি আব্দুল জলিলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
[quads id=1_widget]
বুধবার বিকালে এই বিরোধের জের ধরে আব্দুল জলিলের ছেলে মানিক মিয়া তার লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে প্রতিবেশি আব্দুল হামিদ, আফজাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনেকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে। আহতদের মধ্যে আব্দুল হামিদের অবস্থা আশংঙ্কা জনক।
[quads id=3]
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।