নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৪ আগস্ট) গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বাবু মিয়া বগুড়ার সোনাতলা থানাধীন আচারেরপাড়া এলাকার ছবদের শেখের ছেলে।
[quads id=4]
বগুড়ার ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, মঙ্গলবার রাতে বগুড়া জেলার সোনাতলা থানাধীন পাকুল্যা ইউনিয়নের হুয়াকুয়া মৌজার আচারেরপাড়া গ্রামস্থ বাবলাতলা মোড়ে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনাতলা থানায় মামলায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।