নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার গ্রেপ্তারকৃত আসামীদের মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া জেলা সদরের বড়সরলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে হেলাল উদ্দীন (৩৫) ও বগুড়ার শাজাহানপুর থানাধীন রানীরহাট বয়রাদিঘীর নজরুল ইসলামের ছেলে মিনহাজ ইসলাম (৩৫)।
[quads id=2]
গ্রেপ্তারকৃতদের মধ্যে হেলাল উদ্দীনকে নিজ বসতবাড়ি থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে মিনহাজ ইসলামকে বগুড়ার ঠনঠনিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
[quads id=1_widget]
বগুড়া ডিবির ইনচার্জ মো: সাইহান ওলিউল্লাহ জানান, শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযানে দুই মাদক বিক্রিতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।